হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কারখানার সামনে মায়ের অপেক্ষায় আঁখি      

মাহমুদ সোহেল, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নবম শ্রেণি পড়ুয়া আঁখি খুঁজতে এসেছে মায়ের লাশ। বুধবার রাতে মায়ের সঙ্গে শেষ দেখা হয়েছিল তার। বৃহস্পতিবার খুব সকালে মা যখন কাজে বেরিয়েছেন তখনও ঘুমিয়েই ছিল আঁখি। আজ শুক্রবার বিকালে রূপগঞ্জে সজীব গ্রুপের কারখানার একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাকে। যে ভবনে আগুন লেগে মায়ের মৃত্যু হয়েছে সেই ভবনের দিকে তাকিয়ে আছে সে।

মায়ের কথা জানতে চাইতেই হাউমাউ করে কেঁদে ওঠে আঁখি। তার চোখের জল কাঁদিয়েছে উপস্থিত অনেককেই। তার গগনবিদারী কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। মা হারা আঁখিকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারোরই।

ভুলতা গাউছিয়া এলাকার মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে আঁখি।  সে এসেছে মায়ের লাশ খুঁজতে। সঙ্গে প্রতিবেশী কয়েকজন। তাঁরা জানান, বড় ভাই দেলোয়ার ঢাকা মেডিকেলের মর্গে মায়ের লাশ খুঁজতে গেছেন। আঁখির বাবা ভুলতা এলাকায় চায়ের দোকান চালান। 

আঁখির মতো এমন অনেকেই সেখানে এসেছেন। তাঁরাও স্বজনের লাশ খুঁজে ফিরছেন।   

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার আগুন কেড়ে নিয়েছে আঁখির মতো অনেকেরই আপনজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়েছেন কেউ কেউ। 

নিখোঁজের তালিকাটা ক্রমেই দীর্ঘ হচ্ছে। আরও অনেক মানুষ তাঁদের স্বজনদের খোঁজে ভিড় করছেন পুড়ে যাওয়া কারখানাটির আশেপাশে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা