হোম > সারা দেশ > ঢাকা

 ৩৩ কেভি লাইনের খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ৩৩ কেভি লাইনের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোবারক হোসেন (৩১) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। আজ বুধবার আশুলিয়ার চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

নিহত বিদ্যুৎকর্মী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীনে আশুলিয়া সাব-জোনাল অফিসের বিরুলিয়া এরিয়া অফিসের লাইনম্যান (গ্রেড-১) হিসেবে কাজ করতেন। তিনি শেরপুর জেলার শ্রীবরদী থানার কুরুয়া গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাশফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন,  ‘এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাঁরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করবে।’

জানা যায়, আশুলিয়ার চারাবাগ এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়াবাসায় বসবাস করতেন মোবারক হোসেন। তার তিন বছরের একটি মেয়ে ও দুই বছরের ছেলেসন্তান আছে। প্রায় আট বছর ধরে পল্লী বিদ্যুতে চাকরি করেন তিনি।

আজ (বুধবার) চারাবাগ এনআরএস রাবার অ্যান্ড প্লাস্টিক কারখানার সামনে ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুঁটিতে বাইপাস ব্লেড খুলতে খুঁটিতে ওঠেন মোবারক হোসেন। তাঁর সহযোগী হিসেবে নিচে ছিলেন অপর পল্লী বিদ্যুৎকর্মী সুবল কুমার দে। হাই ভোল্টেজের ওই লাইনের সঙ্গে সংযুক্ত ছিল ডেফোডিল ইউনিভার্সিটি, মেট্রো ইন্ডাস্ট্রিজ, মুরাদ অ্যাপারেলস ও পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন।

সুবল কুমার দে বলেন, ‘আমরা যেই লাইনে কাজ করছিলাম, সেখানে তিনটি ৩৩ কেভির গ্রাহক ও আমাদের একটি সাবস্টেশন সংযুক্ত ছিল। কাজ করার আগে সবার লোড শূন্য করার কথা ছিল। আমাদের জানানো হয়েছিল, সব লোড শূন্য করা হয়েছে, কিন্তু আমার ধারণা, কেউ না কেউ লাইন চালু রেখেছিল, তাই ফ্ল্যাশিং হয়ে মোবারকের শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করি।’

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক