হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

ঢামেক প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন গৃহবধূ সুখি আক্তার (২৬)। স্বামী ঢাবির গ্রন্থাগারের অফিস সহায়ক ঝন্টু মৃধা তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

হাসপাতালে ওই নারীর স্বামী ঝন্টু মৃধা জানান, ২০১৬ সাল থেকে তাঁরা শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে টিনশেড ঘরে থাকেন। গত পাঁচ মাস আগে তাঁদের যমজ ছেলেসন্তান হয়। তবে জন্মের পাঁচ-ছয় দিন পর এক সন্তান মারা যায়। এর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সুখি। মানসিক বিকারগ্রস্ত সুখিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও করানো হচ্ছিল। 

ঝন্টু মৃধা আরও জানান, আজ ভোর ৬টার দিকে ঘুম থেকে ওঠে স্ত্রী সুখি বলেন, তাঁর শরীর খারাপ লাগছে। দোকান থেকে তাঁর জন্য খাবার স্যালাইন আনার জন্য বলেন। স্যালাইন কিনে প্রায় ১০ মিনিট পর বাসায় ফিরে দেখেন, ঘরের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন সুখি। প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুখির বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল গ্রামে। বাবার নাম শানু হাওলাদার। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভোরে শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টার থেকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে তাঁর স্বামী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করতে শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে। 

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহআলম বলেন, ভোরে শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে এক নারী গলায় ফাঁস দিয়ে মারা গেছে। থানায় একটি অপমৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার