হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে তুলার গোডাউনে আগুন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন গোডাউনটির মালিক। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারের পাশে মালিক বদির উদ্দিনের মালিকানাধীন গোডাউনে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল ৯টার দিকে ধানতারা বাজারে একটি তুলার গোডাউনে কাজ করার সময় মেশিনের ঘর্ষণে আগুন লেগে যায়। পরে সেই আগুন গোডাউনে থাকা তুলা এবং অন্যান্য মালামালে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তুলার গোডাউনের পাশের দোকানদাররা বলেন, সকালে হঠাৎ করেই তুলার গোডাউন থেকে হইচই শব্দ আসে। তখন আমরা এগিয়ে গিয়ে দেখি তুলার গোডাউনে আগুন লেগে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে অনেক সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে যায়নি। 

তুলার গোডাউনের মালিক বদির উদ্দিন বলেন, গোডাউনের তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে কর্মরত কোনো শ্রমিকের বা পাশের দোকানের ক্ষতি হয়নি। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় পাশের প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা পেয়েছে। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ