হোম > সারা দেশ > ঢাকা

অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র। বাংলাদেশের অভিবাসন ব্যয় পৃথিবীর সব দেশের অভিবাসন ব্যয়ের চেয়ে বেশি। অবিলম্বে সরকারি পর্যায়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে এই ব্যয় শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে এ-সংক্রান্ত খরচ মালিককে পরিশোধের নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এতে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা অভিবাসী নারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা থেকে অভিবাসী গৃহশ্রমিকের কাজকে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন-১৮৯ অনুযায়ী ‘কর্ম’ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং নারী শ্রমিকের মর্যাদা ও অধিকারকে মানবাধিকার হিসেবে গণ্য করা; নারী অভিবাসী শ্রমিকদের কর্মঘণ্টা প্রতিদিন ৮ ঘণ্টা করা এবং এর অতিরিক্ত কাজের ক্ষেত্রে মজুরি দ্বিগুণ করার কথাও বলা হয়।

বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, শিক্ষা ও ক্ষমতায়নের অভাব, অদক্ষতা, অসচেতনতা অভিবাসী নারী শ্রমিকদের অনেক পিছিয়ে রেখেছে। নারীরা বেশির ভাগ সময় পরিবারের বাইরে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। বিদেশে কর্মসংস্থান-সংক্রান্ত তথ্যের জন্য দালালের ওপর নির্ভরশীল থাকেন নারী অভিবাসীরা। বেশির ভাগ সম্ভাব্য নারী অভিবাসীর বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে।

পাঁচটি সংগঠনের যৌথ আয়োজনে করা এই শোভাযাত্রা থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—নারী-পুরুষ সব অভিবাসী শ্রমিকের মর্যাদাকে অগ্রাধিকার দিতে হবে, অভিবাসী গৃহশ্রমিকের কাজকে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ১৮৯ অনুসারে ‘কর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। নারী গৃহ-শ্রমিকের মর্যাদা ও অধিকারকে মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে। নারী অভিবাসী শ্রমিকের কর্মঘণ্টা প্রতিদিন ৮ ঘণ্টা হতে হবে। দৈনিক নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত সময়ের কাজের মজুরি দ্বিগুণ হতে হবে। দেশ-বিদেশে সব নারী শ্রমিকের নির্ধারিত শ্রমঘণ্টার মজুরি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন অনুসারে প্রদান করতে হবে। অবিলম্বে সরকারি পর্যায়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে শূন্য অভিবাসন ব্যয় করতে হবে। অভিবাসন ব্যয় মালিককে প্রদান করতে হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির