হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর নতুনবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে নতুনবাজারে সিটি করপোরেশনের ময়লার ডিপোর সামনে এ ঘটনাটি ঘটে।

পরে তাঁকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যায়।

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত ব্যক্তি উত্তর সিটি করপোরেশনের ময়লার ভ্যান চালাতেন। সকালে তিন চাকার ভ্যান নিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ওই ব্যক্তি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া সিএনজিকে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে।’

নিহতের ছেলে মো. আল আমিন আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার দক্ষিণ বানিয়াদী গ্রামে। নিহতের বাবার নাম ফয়েজ উদ্দিন। বর্তমানে ভাটারা ফাসেরটেক এলাকায় থাকেন তারা। তার বাবা উত্তর সিটি করপোরেশনের ময়লার ভ্যান নিয়ে বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহ করতেন। ভোরে নতুনবাজারে ভ্যান নিয়ে ময়লার ডিপোতে গিয়েছিলেন। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১