চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় ও কৃষি জমির মাটি কাটা সাতদিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে পাহাড় কাটা বন্ধে মনিটরিং টিম গঠন করারও নির্দেশ দিয়েছেন আদালত। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
লোহাগাড়ায় পাহাড় ও কৃষি জমির মাটি কাটার বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ ছাড়া পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
পরিবেশ সচিব ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে পাহাড় ও কৃষি জমির উপরিভাগের মাটি কাটা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ৮ ফেব্রুয়ারি রিট দায়ের করে।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।