হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে অর্ধকোটি টাকার ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগ থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবা, হেরোইনসহ রবিউল আলম ওরফে বাবু (৩৩) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের বাউনিয়া রানওয়েসংলগ্ন প্রিয়াংকা সিটির গেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১।

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন এবং ৪ হাজার ৭৫০টি ইয়াবা জব্দ করা হয়েছে। বাবু মাদক সম্রাট বলে দাবি র‍্যাবের। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ইমন আলীর ছেলে রবিউল আলম ওরফে বাবু।

এ বিষয়ে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। সে বিভিন্ন সময় সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পরিবহন করে রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে সরবরাহ করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করেছে।’

এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া রবিউলের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা রয়েছে।

এএসপি জানান, সর্বশেষ মাদকসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় রবিউলের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা