পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করে। আজ চেম্বার বিচারপতির আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাঁদের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁদের স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
গতকাল আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির।
বিচারিক আদালতে চার দফায় জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর উচ্চ আদালতে জামিনের আবেদন করেন বিএনপির শীর্ষ এই দুই নেতা। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়।