হোম > সারা দেশ > ঢাকা

৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিক ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের ৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

দুই চীনা নাগরিক হলেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। বিকেলে দুজনকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসাইন সত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন।

আদালতে বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মোজাফফর আলী বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজে তল্লাশি চালান গোয়েন্দারা। এ সময় ফ্লাইটের ১৪ এ এবং ১৩ এফ আসনে থাকা যাত্রী লিউ ঝংগ্লিয়াং ও চেন জেংকের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশি করে তাঁদের কাঁধ ব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়।

স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করে তাতে বিশেষ কায়দায় সোনার বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। চার্জার লাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা এসব বারের বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারা ও শুল্ক আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট