হোম > সারা দেশ > ঢাকা

৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিক ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের ৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

দুই চীনা নাগরিক হলেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। বিকেলে দুজনকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসাইন সত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন।

আদালতে বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মোজাফফর আলী বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজে তল্লাশি চালান গোয়েন্দারা। এ সময় ফ্লাইটের ১৪ এ এবং ১৩ এফ আসনে থাকা যাত্রী লিউ ঝংগ্লিয়াং ও চেন জেংকের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশি করে তাঁদের কাঁধ ব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়।

স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করে তাতে বিশেষ কায়দায় সোনার বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। চার্জার লাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা এসব বারের বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারা ও শুল্ক আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান