হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন ইউনিভার্সিটিতে আইসিপিসি’র এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির টিম ‘ফেসলেসমেন ৩.০ ’। প্রতিষ্ঠানটির আরও কয়েকটি শাখার টিম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করেছে। সপ্তম স্থান অধিকার করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিম ‘বুয়েট সম্মোহিত’। বাংলাদেশ থেকে বুয়েটের পর দশম স্থান অর্জন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ‘ব্র্যাক-ইউ ক্রোস’। 

অন্যদিকে এশিয়াধীন ঢাকা অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ ক্রোনোস’ টিমের অবস্থান হয়েছে ২১তম। গতকাল শনিবার বাংলাদেশ ও ভারতের ৬১টি টিমের অংশগ্রহণে বাংলাদেশে গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী ১৬টি টিম আইসিপিসি’র ওয়ার্ল্ড ফিনালে-তে অংশগ্রহণ করবে। আগামী নভেম্বরে মিশরের শর্ম এল শেখ শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ থেকে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটিসহ মোট ৪টি টিম অংশ নেবে। 

সার্বিক বিষয়ে আইসিপিসির কার্যনির্বাহী কমিটির চেয়ার অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে আইসিপিসির মতো আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আইসিপিসি আয়োজনের এই নিয়মিত ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, আইসিপিসির কার্যনির্বাহী কমিটির চেয়ার ও গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, রিজিওনাল কনটেস্ট ডিরেক্টর (আরসিডি) ড. আমিনুর রহমানসহ আরও অনেকে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট