হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার আশপাশের হাউজিং প্রকল্প: অনুমোদনের তথ্য চান আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আশপাশের সব বেসরকারি হাউজিং প্রকল্পের অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। 

আগামী মঙ্গলবারের (৭ নভেম্বর) মধ্যে রাষ্ট্রপক্ষকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় থাকা আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের মামলার শুনানিতে এই তথ্য চাওয়া হয়। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। তিনি শুনানিতে বলেন, এই ধরনের আবাসন প্রকল্পের অনুমোদন কর্তৃপক্ষ হচ্ছে রাজউক। এই প্রকল্পের এলাকাটা নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের মধ্যে। যা রাজউকের অধীনে। 

শুনানিতে আশিয়ান সিটির আইনজীবী আহসানুল করিম বলেন, সকল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই প্রকল্প করা হয়েছে। এই প্রকল্পের কোনো এলাকায় জলাভূমি নেই। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশিয়ান সিটি ও এর প্লট ক্রেতারা।

আশিয়ান সিটি প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট ও পরিবেশ বাঁচাও আন্দোলনসহ কয়েকটি সংগঠন ২০১২ সালে হাইকোর্টে রিট করে। রিট আবেদনে বলা হয়, আশিয়ান সিটি যে জমি ভরাট করেছে সেটা নিম্ন জলাভূমি। 

ওই রিটের শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ বলে রায় দেন। পরে প্রকল্প কর্তৃপক্ষ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে।  হাইকোর্ট রিভিউ আবেদন গ্রহণের পর শুনানি শেষে আগের রায় বাতিল করে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের পক্ষে রায় দেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিটকারীরা আপিল করে। তাতে হাইকোর্টের রায় স্থগিত করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন