হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার আশপাশের হাউজিং প্রকল্প: অনুমোদনের তথ্য চান আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আশপাশের সব বেসরকারি হাউজিং প্রকল্পের অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। 

আগামী মঙ্গলবারের (৭ নভেম্বর) মধ্যে রাষ্ট্রপক্ষকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় থাকা আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের মামলার শুনানিতে এই তথ্য চাওয়া হয়। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। তিনি শুনানিতে বলেন, এই ধরনের আবাসন প্রকল্পের অনুমোদন কর্তৃপক্ষ হচ্ছে রাজউক। এই প্রকল্পের এলাকাটা নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের মধ্যে। যা রাজউকের অধীনে। 

শুনানিতে আশিয়ান সিটির আইনজীবী আহসানুল করিম বলেন, সকল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই প্রকল্প করা হয়েছে। এই প্রকল্পের কোনো এলাকায় জলাভূমি নেই। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশিয়ান সিটি ও এর প্লট ক্রেতারা।

আশিয়ান সিটি প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট ও পরিবেশ বাঁচাও আন্দোলনসহ কয়েকটি সংগঠন ২০১২ সালে হাইকোর্টে রিট করে। রিট আবেদনে বলা হয়, আশিয়ান সিটি যে জমি ভরাট করেছে সেটা নিম্ন জলাভূমি। 

ওই রিটের শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ বলে রায় দেন। পরে প্রকল্প কর্তৃপক্ষ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে।  হাইকোর্ট রিভিউ আবেদন গ্রহণের পর শুনানি শেষে আগের রায় বাতিল করে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের পক্ষে রায় দেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিটকারীরা আপিল করে। তাতে হাইকোর্টের রায় স্থগিত করা হয়।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ