হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সংসদ সদস্য শেখ হেলালের পিএস সোহেল ৪ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা আদেশ দেওয়ার পর তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

বিকালে সোহেল মুরাদকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার সোহেল মুরাদকে পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন বলে পুলিশ প্রতিবেদনে বলা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আন্দোলনে অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি শামীম রেজা। এদিন বেলা সাড়ে ১১টায় গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এ ঘটনার শামীম রেজা নিজে বাদী হয়ে ১০১ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া মামলায় ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশ এবং আওয়ামী ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল