হোম > সারা দেশ > ঢাকা

জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশিষ্ট ব্যবসায়ী জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান বলে তাঁর ছোট ছেলে কাজী ইনাম আহমেদ আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর।

কাজী শাহেদ আহমেদের জন্ম ১৯৪০ সালে, যশোরে। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করার পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন। ১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁর ব্যবসায়ী জীবন শুরু। 

কাজী শাহেদ আহমেদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগের সংসদ সদস্য। একই সঙ্গে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। 

মেজো ছেলে কাজী আনিস আহমেদ লেখক ও ইংরেজি ভাষার দৈনিক ঢাকা ট্রিবিউন এবং বাংলা ভাষার অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এবং সাহিত্য পত্রিকা বেঙ্গল লাইটসের প্রকাশক।

ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। 

কাজী শাহেদ ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তাঁর অলাভজনক উদ্যোগের মধ্যে রয়েছে—ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী শাহেদ ফাউন্ডেশন। তাঁর স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন