রাজধানীর হাজারীবাগে রাবারের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এই তথ্য জানান। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
লিমা বলেন, মঙ্গলবার রাত ১২টা ৩৮ মিনিটে হাজারীবাগে রাবারের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে। রাত ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুনে রাবারের তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।