মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বুধবার (২৮ জুলাই) দুপুরে মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ দমন সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মিরাজ হোসেনের নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল।
শিবচরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
জানা যায়, মাদারীপুর জেলার মধ্যে শিবচর থানায় মাদক, অস্ত্র, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ অপরাধ দমনে দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিবচর থানার ওসি মিরাজ হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়। বুধবার দুপুরে মাসিক অপরাধ দমন মিটিংয়ে মিরাজ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
শিবচর থানা সূত্রে জানা যায়, ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর জেলার শিবচর উপজেলা। ঘনবসতিপূর্ণ উপজেলা শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ২০২০ সালের ৩ ডিসেম্বর যোগদান করেন মো. মিরাজ হোসেন। এরপর থেকে চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, এক ডজন ডাকাত, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।
একই সঙ্গে শিবচর থানার সহকারী উপপরিদর্শক শেখ রাসেল এবং মো. আনোয়ার হোসেনকে শিবচর থানার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এ দুই কর্মকর্তাও আইনশৃঙ্খলা বজায় রাখতে মাদক, জুয়া, অস্ত্র ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রত্যেক পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সবাই। শিবচর থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে সব ধরনের অপরাধ কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাব।'
মাসিক অপরাধ দমন সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অ্যাডমিন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এহসানুল করিম ভূঁইয়া প্রমুখ।