হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

রায়পুরা ও নরসিংদী প্রতিনিধি

স্বামীর সঙ্গে সুস্মিতা আক্তার। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় সুস্মিতা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর আল-সাবাহ হাসপাতালের পেছনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে সুস্মিতার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সুস্মিতার স্বামী যুবায়ের মিয়াকে (২৬) আটক করা হয়েছে। তিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আজিজুল হক ওরফে আফজাল মিস্ত্রির ছেলে। তাঁরা শ্রীরামপুরে ভাড়া বাসায় থাকতেন। সুস্মিতা সায়দাবাদ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। তাঁর বাবাও শ্রীরামপুরের কামারবাড়ী মোড়ে ভাড়া বাসায় থাকতেন।

সুস্মিতার স্বজনদের অভিযোগ, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে যুবায়ের মিয়ার সঙ্গে সুস্মিতার বিয়ে হয়। তাঁদের আট মাসের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়েতে ছেলেপক্ষ যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবির পরিপ্রেক্ষিতে ৩ লাখ টাকা দেওয়া হয়। বিয়ের পর থেকে বাকি ২ লাখ টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এ নিয়ে স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করতেন।

এদিকে যুবায়েরের পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ ছিল। কথাটি জানাজানি হওয়ার পর থেকে সুস্মিতার সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ লেগে থাকত। গতকাল বিকেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুস্মিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসক সুস্মিতাকে মৃত ঘোষণার পর যুবায়েরকে নিয়ে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয়ে আশরাফুল ইসলাম নামের এক যুবক হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সুস্মিতার স্বজনেরা যুবায়েরকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী হাসপাতালের মর্গে পাঠায়। সুস্মিতার স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে