হোম > সারা দেশ > ঢাকা

এডিস নিধনে ঝুঁকিপূর্ণ ২৫ ওয়ার্ডে দক্ষিণ সিটির চিরুনি অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ঝুঁকিপূর্ণ ২৫টি ওয়ার্ডে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত তিন দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

আজ মঙ্গলবার সকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন। 

এডিস মশার ওপর স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষাপূর্ব সার্ভের প্রাথমিক খসড়া রিপোর্টের (২০২৩ খ্রিষ্টাব্দ) ভিত্তিতে এই ২১টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব ওয়ার্ডের মধ্যে রয়েছে ২, ৩, ৪, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৯, ২২, ২৩, ২৬, ৩০, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৫, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ ৫২, ৫৩, ৫৪ ও ৬২ এই ৪টি ওয়ার্ডকেও ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ চিরুনি অভিযানের অন্তর্ভুক্ত করেছে। ফলে মোট ২৫টি ওয়ার্ডে তিন দিনের এ বিশেষ চিরুনি অভিযান চলবে। 

কর্মসূচিতে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকালে ১৩ জন এবং বিকেলে ১৩ জন মশককর্মী ব্যাপকভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে এডিস মশার উৎসস্থল নির্মূলে বিশেষ কার্যক্রমও পরিচালনা করা হবে। কাউন্সিলররা জনগণকে সচেতন করার জন্য মাইকিং কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করবেন। আর কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় করে আঞ্চলিক কর্তৃপক্ষ এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। 

আজকের কর্মসূচি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারওয়ার হাসান আলো প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার