হোম > সারা দেশ > ঢাকা

এডিস নিধনে ঝুঁকিপূর্ণ ২৫ ওয়ার্ডে দক্ষিণ সিটির চিরুনি অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ঝুঁকিপূর্ণ ২৫টি ওয়ার্ডে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত তিন দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

আজ মঙ্গলবার সকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন। 

এডিস মশার ওপর স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষাপূর্ব সার্ভের প্রাথমিক খসড়া রিপোর্টের (২০২৩ খ্রিষ্টাব্দ) ভিত্তিতে এই ২১টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব ওয়ার্ডের মধ্যে রয়েছে ২, ৩, ৪, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৯, ২২, ২৩, ২৬, ৩০, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৫, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ ৫২, ৫৩, ৫৪ ও ৬২ এই ৪টি ওয়ার্ডকেও ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ চিরুনি অভিযানের অন্তর্ভুক্ত করেছে। ফলে মোট ২৫টি ওয়ার্ডে তিন দিনের এ বিশেষ চিরুনি অভিযান চলবে। 

কর্মসূচিতে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকালে ১৩ জন এবং বিকেলে ১৩ জন মশককর্মী ব্যাপকভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে এডিস মশার উৎসস্থল নির্মূলে বিশেষ কার্যক্রমও পরিচালনা করা হবে। কাউন্সিলররা জনগণকে সচেতন করার জন্য মাইকিং কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করবেন। আর কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় করে আঞ্চলিক কর্তৃপক্ষ এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। 

আজকের কর্মসূচি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারওয়ার হাসান আলো প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার