রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী অধিকার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার ভোর থেকেই সংগঠনটির নেতা–কর্মীরা উদ্যান এলাকায় জড়ো হতে থাকেন। সকাল ৯টা থেকে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।
হেফাজতের নেতারা জানিয়েছেন, মহাসমাবেশের মূল দাবি হলো—হেফাজতের নেতাদের নামে থাকা সব মামলা অবিলম্বে প্রত্যাহার। সংগঠনটির তথ্যমতে, সারা দেশে হেফাজতের নেতাদের নামে প্রায় ৩০০ মামলা রয়েছে।
বাকি তিনটি দাবির মধ্যে রয়েছে— ২০১৩ সালের ৫ মে, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ‘হত্যাকাণ্ডগুলোর’ বিচার দাবি, নারী অধিকার সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবি।