হোম > সারা দেশ > ঢাকা

হাতাহাতিতে জড়ানো সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্নাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতিতে জড়ানো তামান্না ফেরদৌসকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তামান্না ফেরদৌসের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০১৯ সালের ৭ জুলাইয়ে নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এর আগে গত ৯ অক্টোবর সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান মজিবের সঙ্গে হাতাহাতিতে জড়ান তামান্না। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ভিডিওতে দেখা যায়, ওই দিন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আইনজীবী মহাসমাবেশের প্রস্তুতি সভা শেষে রাষ্ট্রপক্ষের দুই আইন কর্মকর্তা সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় একে অপরের গায়ে হাত তোলেন তাঁরা। 

ঘটনার পর ব্যবস্থা নিতে মজিবুর রহমান অ্যাটর্নি জেনারেল বরাবার লিখিত আবেদন করেন। আবেদনে মজিবুর উল্লেখ করেন, বারের সম্পাদকের কক্ষের সামনে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে হঠাৎ করেই সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস আমাকে গালিগালাজ করেন। আমি প্রতিবাদ করলে আমার দুই গালে চড় মারেন তিনি। বেশি বাড়াবাড়ি করলে আমাকে বহিরাগত লোকজন দিয়ে খুন করার হুমকি দেন। এ ঘটনায় আমার মান, সম্মান ও ইজ্জতহানী ঘটে।’ বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয় আবেদনে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে