হোম > সারা দেশ > ঢাকা

দখল হয়ে যাওয়া রাস্তার তালিকা দিতে ডিএনসিসি মেয়রের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধভাবে দখল হয়ে যাওয়া রাস্তাগুলোর তালিকা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। সম্প্রতি এক ভার্চুয়াল বোর্ড সভায় তিনি এই নির্দেশ দেন। 

আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মেয়র আতিকুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন যে, ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু রাস্তা রাজউকের নকশার ব্যত্যয় ঘটিয়ে বেশ কয়েকজন ভবন মালিক অবৈধভাবে দখল করে নিয়েছেন। তাই ওই রাস্তাগুলো উচ্ছেদ করে প্রকৃত নকশা অনুযায়ী প্রশস্ততা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

তালিকা প্রস্তুতের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা ডিএনসিসির সম্পত্তি বিভাগের সহযোগিতায় অবৈধ দখলমুক্ত করে রাস্তাগুলোর প্রশস্ততা নিশ্চিত করবে। 

সভায় ডিএনসিসির হালনাগাদ করা সরঞ্জামের তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণ, বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) জনসাধারণের ব্যবহারের জন্য বিশেষায়িত মাইক্রোবাস ও অন্যান্য গাড়ি ক্রয়, পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে লোকবল নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা। 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১