হোম > সারা দেশ > ঢাকা

উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রখ্যাত গাইনী চিকিৎসক তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দুপুরে রাজধানীতে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সূত্রে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে আজকের পত্রিকা।

এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে এমবিবিএস পাস করেন। এডিনবরার রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস করেন।

ইংল্যান্ড থেকে ফিরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন ডা. টি এ চৌধুরী। এর ছয় বছর পর চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি হন। সেখানেই সহযোগী থেকে অধ্যাপকে পদোন্নতি পান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবস অ্যান্ড গাইনোকলজির অধ্যাপক হয়ে ১৯৯৪ সালে অবসরে যান।

ডা. টি এ চৌধুরী অবস অ্যান্ড গাইনোকলজি সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরে সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়াও তিনি ‘বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি’ ও ‘ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি বাংলাদেশের’ প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন।

টি এ চৌধুরী মানুষের ভালোবাসার পাশাপাশি দেশে–বিদেশে কাজের স্বীকৃতি এবং সম্মাননা পেয়েছেন। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার এই চিকিৎসক ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার পান।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট