হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় চাটাই তৈরির ঘর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।’ 

সরেজমিনে জানা গেছে, আজ সকালে বকুল চাটাই হাউস নামের চাটাই তৈরির একটি ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় এক যুবককে ঝুলে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে বকুল চাটাই হাউসের স্বত্বাধিকারী মো. বকুল মোল্লা বলেন, ‘আমার ঘরটি খোলামেলা। চারপাশে কোনো বেড়া নেই। প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় আমি বাড়ি চলে যাই। সকালে সংবাদ পাই আমার ঘরের আড়ার সঙ্গে এক ব্যক্তি মৃত অবস্থায় ঝুলে আছেন। পরে ঘটনাস্থলে আসি। এর আগে এই ব্যক্তিকে কখনো দেখিনি।’ 

ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) শাহিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস