হোম > সারা দেশ > নরসিংদী

ট্রেনের ধাক্কায় যুবক নিহত, বাঁচাতে গিয়ে হার্ড ব্রেকে বিচ্ছিন্ন ‘হুইসপাইপ’

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রুহুল আমিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিমপাশের আউটারে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ওই যুবককে বাঁচাতে গিয়ে ‘হার্ড ব্রেক’ করলে ট্রেনটির হুইসপাইপ ছুটে যায়। এতে কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যাওয়ায় ওই রেললাইন দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর রেলওয়ে কর্মীদের সহযোগিতায় ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

নিহত রুহুল আমিন নরসিংদী সদর উপজেলার শীলমান্দি এলাকার আবদুল করিমের ছেলে। তিনি মোবাইলে মেকানিক ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে রুহুল আমিন নামে ওই যুবক রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ রেলস্টেশন অতিক্রম করলে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান রুহুল। ঘটনার পর পরই স্থানীয় লোকজন বিষয়টি নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ রেলওয়ে ফাঁড়িতে পাঠানো হয়। নিহতের স্বজনেরা ফাঁড়িতে এসে পরিচয় শনাক্ত করেছেন। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, ‘নিহতের মোবাইল ও এনআইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান