হোম > সারা দেশ > ঢাকা

জামিন নিতে আসা ২ আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগাম জামিন নিতে আসা দুই আসামিকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ আগাম জামিন আবেদন খারিজ করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। আসামিরা হলেন গোলাম সারোয়ার ও মফিজ মিয়া। 

সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন আহম্মদ টিপু ও মো. মুজিবুর রহমান মুজিব বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মো. মাগফুর রহমান শেখ।  
 
মামলার নথি সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা গত ১২ এপ্রিল হামলা চালান নুরুল ইসলামসহ তাঁর স্বজনদের ওপর। এতে একজনের হাতের কবজিতে কোপ লেগে গুরুতর জখম হয়। আরেকজনের মাথায় কোপ লাগে। ওই ঘটনায় ১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলা করেন শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের নুরুল ইসলাম।

সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন বলেন, ‘শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এজাহারের বর্ণনা গোপন করেছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে সচিত্র প্রতিবেদন তুলে ধরি। এতে আদালত আসামিদের আইনজীবীর প্রতি উষ্মা প্রকাশ করেন। তাঁদের আগাম জামিন আবেদন খারিজ করে পুলিশের হাতে তুলে দিতে নির্দেশ দেন। পরে তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা