হোম > সারা দেশ > ঢাকা

জামিন নিতে আসা ২ আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগাম জামিন নিতে আসা দুই আসামিকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ আগাম জামিন আবেদন খারিজ করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। আসামিরা হলেন গোলাম সারোয়ার ও মফিজ মিয়া। 

সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন আহম্মদ টিপু ও মো. মুজিবুর রহমান মুজিব বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মো. মাগফুর রহমান শেখ।  
 
মামলার নথি সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা গত ১২ এপ্রিল হামলা চালান নুরুল ইসলামসহ তাঁর স্বজনদের ওপর। এতে একজনের হাতের কবজিতে কোপ লেগে গুরুতর জখম হয়। আরেকজনের মাথায় কোপ লাগে। ওই ঘটনায় ১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলা করেন শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের নুরুল ইসলাম।

সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন বলেন, ‘শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এজাহারের বর্ণনা গোপন করেছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে সচিত্র প্রতিবেদন তুলে ধরি। এতে আদালত আসামিদের আইনজীবীর প্রতি উষ্মা প্রকাশ করেন। তাঁদের আগাম জামিন আবেদন খারিজ করে পুলিশের হাতে তুলে দিতে নির্দেশ দেন। পরে তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির