হোম > সারা দেশ > টাঙ্গাইল

সুযোগ নেই, তবে বিএনপি নির্বাচনে আসতে চাইলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে: ইসি আলমগীর

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নির্বাচনসংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মো. আলমগীর বলেন, ‘এখন আর বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব, তাই এই বিষয়ে নিরীক্ষা করার সুযোগ রয়েছে।’ 

বিদেশি চাপের বিষয়ে মো. আলমগীর বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই, বরং নির্বাচন সুষ্ঠু-সুন্দর করার জন্য আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি। নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। যদি পরবর্তীকালে সিদ্ধান্ত হয়, তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।’ 

আলমগীর আরও বলেন, ‘ইতিমধ্যে নির্বাচনে আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন।’ 

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর