হোম > সারা দেশ > ঢাকা

৫০ হাজার টাকা নিয়ে ফোন কিনতে শেরপুর থেকে ঢাকায় ১০ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউটিউবে ভিডিও দেখে মোবাইল ফোন কিনতে শেরপুর থেকে ঢাকায় আসে ১০ বছরের শিশু। সঙ্গে নিয়ে আসে বাবার ব্যবসার জন্য জমানো ৫০ হাজার টাকা। মার্কেটের নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলে তাকে তেজগাঁও থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গতকাল সোমবার রাতে বসুন্ধরা শপিং মলের নিরাপত্তা কর্মীদের তথ্যের ভিত্তিতে এক শিশুকে হেফাজতে নেওয়া হয়। 

জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, ইউটিউবে দেখেছে, ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বিভিন্ন ব্র‍্যান্ডের নিত্যনতুন মোবাইল ফোন সেট কিনতে পাওয়া যায়। ভিডিও দেখে প্রলুব্ধ হয়ে সে ঢাকায় এসে মোবাইল কেনার পরিকল্পনা করে। বাসায় কাউকে কিছু না জানিয়ে বাবার জমানো ৫০ হাজার টাকা নিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞেস করে প্রথমে শেরপুর থেকে ঢাকার মহাখালী আসে। মহাখালীতে নেমে একইভাবে মানুষকে জিজ্ঞেস করতে করতে কারওয়ান বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসে। এখানে এসেই মোবাইল ফোনে দোকানের সামনে ঘুরঘুর শুরু করে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মার্কেটের নিরাপত্তাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার সঙ্গে এত টাকা দেখে নিরাপত্তাকর্মীরাও ভড়কে যান। এরপর তাঁরা পুলিশকে জানান। 

সোমবার রাতেই বাড়িতে খবর পাঠায় পুলিশ। পরে তাকে চাচার জিম্মায় দিয়ে দেয় পুলিশ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট