হোম > সারা দেশ > ঢাকা

৫০ হাজার টাকা নিয়ে ফোন কিনতে শেরপুর থেকে ঢাকায় ১০ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউটিউবে ভিডিও দেখে মোবাইল ফোন কিনতে শেরপুর থেকে ঢাকায় আসে ১০ বছরের শিশু। সঙ্গে নিয়ে আসে বাবার ব্যবসার জন্য জমানো ৫০ হাজার টাকা। মার্কেটের নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলে তাকে তেজগাঁও থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গতকাল সোমবার রাতে বসুন্ধরা শপিং মলের নিরাপত্তা কর্মীদের তথ্যের ভিত্তিতে এক শিশুকে হেফাজতে নেওয়া হয়। 

জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, ইউটিউবে দেখেছে, ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বিভিন্ন ব্র‍্যান্ডের নিত্যনতুন মোবাইল ফোন সেট কিনতে পাওয়া যায়। ভিডিও দেখে প্রলুব্ধ হয়ে সে ঢাকায় এসে মোবাইল কেনার পরিকল্পনা করে। বাসায় কাউকে কিছু না জানিয়ে বাবার জমানো ৫০ হাজার টাকা নিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞেস করে প্রথমে শেরপুর থেকে ঢাকার মহাখালী আসে। মহাখালীতে নেমে একইভাবে মানুষকে জিজ্ঞেস করতে করতে কারওয়ান বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসে। এখানে এসেই মোবাইল ফোনে দোকানের সামনে ঘুরঘুর শুরু করে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মার্কেটের নিরাপত্তাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার সঙ্গে এত টাকা দেখে নিরাপত্তাকর্মীরাও ভড়কে যান। এরপর তাঁরা পুলিশকে জানান। 

সোমবার রাতেই বাড়িতে খবর পাঠায় পুলিশ। পরে তাকে চাচার জিম্মায় দিয়ে দেয় পুলিশ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন