হোম > সারা দেশ > ঢাকা

নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়: শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৯তম বর্ষপূর্তি ডুয়েট ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। আমরা এখন থিওরি মুখস্থ করব না। প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখব। কি করে হয়, কেন হয়, কীভাবে হয় সেটা করে শিখবো, সেটা মুখস্থ করার দরকার নাই। সেটা এমনিতেই মনে থাকবে।’ 

মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন, গবেষণা এসবের জন্য খুব বেশি করে উৎসাহিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার দায়িত্ব নিয়েই গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করেছিলেন। বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য ১২টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা এখন তৃণমূল পর্যায়ে থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানাগার, গবেষণাগার, আইসিটি ল্যাব তৈরি করার ক্ষেত্রে ব্যাপকভাবে বিনিয়োগ করছি। খুব শিগগিরই আমাদের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের আওতায় চলে আসবে। ইতিমধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, আগামী বছর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় চলে আসবে। এ লক্ষ্যে সরকারের আইসিটি ডিভিশন কাজ শুরু করেছে।’ 

ডুয়েটের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রশীদ। এ সময় ডুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন