হোম > সারা দেশ > ঢাকা

নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়: শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৯তম বর্ষপূর্তি ডুয়েট ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। আমরা এখন থিওরি মুখস্থ করব না। প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখব। কি করে হয়, কেন হয়, কীভাবে হয় সেটা করে শিখবো, সেটা মুখস্থ করার দরকার নাই। সেটা এমনিতেই মনে থাকবে।’ 

মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন, গবেষণা এসবের জন্য খুব বেশি করে উৎসাহিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার দায়িত্ব নিয়েই গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করেছিলেন। বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য ১২টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা এখন তৃণমূল পর্যায়ে থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানাগার, গবেষণাগার, আইসিটি ল্যাব তৈরি করার ক্ষেত্রে ব্যাপকভাবে বিনিয়োগ করছি। খুব শিগগিরই আমাদের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের আওতায় চলে আসবে। ইতিমধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, আগামী বছর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় চলে আসবে। এ লক্ষ্যে সরকারের আইসিটি ডিভিশন কাজ শুরু করেছে।’ 

ডুয়েটের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রশীদ। এ সময় ডুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট