হোম > সারা দেশ > ঢাকা

বরখাস্ত মেয়র শাহনেওয়াজের বিরুদ্ধে মাদক মামলা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার হন জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। তাঁর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‍্যাব। 

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন। 

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাতে সাবেক পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে উত্তরা পূর্ব থানায় সোপর্দ করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-১৩। 

প্রসঙ্গত, শাহনেওয়াজ শাহানশাহ গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানস্থলে সরকারি দায়িত্ব পালনকালে মো. মেহের উল্লাহকে (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দেওয়ানগঞ্জ) শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এর প্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার তাঁকে উত্তরার ৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাঁকে মাদকসহ গ্রেপ্তার করে র‍্যাব।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক