দুটি হত্যা মামলাসহ ৩৫ মামলার আসামি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চুহা সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার র্যাবের সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
খুদেবার্তায় বলা হয়, রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে গতকাল বুধবার রাতে সেলিম আশরাফী ওরফে চুহা সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর বিরুদ্ধে দুটি হত্যাসহ ৩৫টি মামলা রয়েছে। তিনি রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।