হোম > সারা দেশ > ঢাকা

প্রবীণ সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ (৮৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। 

মঙ্গলবার বাদ এশা ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ঢাকায় বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সৈয়দ কামাল ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৭-১৯৭১ সাল পর্যন্ত টানা চার বার জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন। 

সৈয়দ কামাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ওয়াশিংটন থেকে ফিরে তিনি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও নিউএজসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। ২০০৫ সালে তিনি দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা হলিডেতে সম্পাদক হিসেবে যোগ দেন।

সৈয়দ কামাল দুই ছেলে ও নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে ও ডিইউজেসহ বিভিন্ন সংগঠন সৈয়দ কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ