হোম > সারা দেশ > ঢাকা

প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

আজ বুধবার ঢাকার প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র যুব প্ল্যাটফর্ম ‘যুব বাপা’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সুলতানা কামাল বলেন, জীবন জীবিকার পরিবেশ যদি পরিচ্ছন্ন না হয়, দূষণমুক্ত না হয়, তাহলে অন্য উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সুলতানা কামাল জানান, বাপা বিদেশ থেকে কোনো ফান্ড আনে না। সদস্যদের চাঁদার টাকায় তাদের সংগঠন চলে। তাই বাইরে থেকে ফান্ড এনে সংগঠনের নেতারা তা তছরুপ করেছেন এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, পরিবেশ আন্দোলনকে আরও সংগঠিত, বেগবান এবং শক্তিশালী যুব ও জন আন্দোলন গড়ে তুলতে ‘যুব বাপা’ গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জ্ঞানভিত্তিক পরিবেশ কর্মী হিসেবে তাদের গড়ে তোলা হবে, যাতে করে পরিবেশ রক্ষায় তারা ভূমিকা রাখতে পারে। পরে কিশোরে বাপা গঠন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিকে প্রশ্নোত্তর পর্বে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে বাপার প্রতিনিধিরা জানান, হাতিরঝিলের পরিবেশ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে। হাতিরঝিলে নর্দমার পানি ফেলা বন্ধ না হলে এখানকার পরিবেশের সুরক্ষা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। নতুন করে ওয়াটার ট্যাক্সি প্রকল্পটি বিস্তৃত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সফল হবে না বলে জানান তারা। তারা বলেন, সরকার হাতিরঝিলের পরিবেশ সুরক্ষায় যে প্রকল্প নিয়েছে, তার সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করছে এর ভবিষ্যৎ চিত্র কি হবে।

সংবাদ সম্মেলনে গ্রিন ভয়েস, রিভার ও ডেল্টা রিসার্চ সেন্টারসহ ২০ টির বেশি পরিবেশবাদী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা আলোচনায় অংশ নিয়ে বলেন, পরিবেশ আন্দোলন ও পরিবেশ সচেতনতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে বর্তমান নাজুক অবস্থায় পরিবর্তন আসবে। যুবদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার জন্য এ ধরনের সংগঠন তৈরির উদ্যোগকেও স্বাগত জানান বক্তারা। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট