হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডে আগুন: ১১ দিন পর বৃষ্টির মরদেহ বুঝে পেল পরিবার

ঢামেক প্রতিবেদক

বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বৃষ্টি খাতুনের মরদেহ ১১ দিন পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে বাবা শাবলুল আলম ওরফে সবুজ খান মরদেহটি বুঝে নেন।

বৃষ্টি খাতুনের বাবা সবুজ খান বলেন, ‘আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে ১১ দিন পার হলেও নিজের মেয়ের মরদেহ বুঝে পেলাম।’

প্রশাসন, সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সঠিক তথ্য যাচাই-বাছাই করে আমার সন্তান আমার কাছে ফেরত দিয়েছে।’

কান্নাজড়িত কণ্ঠে সবুজ খান বলেন, ‘১১ দিন ঘুরেছি, আমি একটা বাবা, মেয়ের লাশ নিতে পারিনি। এই ১১টা রাত ঘুমাতে পারিনি। তার মায়ের কষ্ট, কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছে। তার বোনগুলো কান্না করছে। যাক সব তথ্য যাচাই-বাছাই করে আমার সন্তানকে ফেরত পেয়েছি।’

সবুজ খান আরও বলেন, তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার খোকশা থানার বনগ্রামে। সেখানে ব্র্যাক স্কুল থেকে পাস করে হাইস্কুলে ভর্তি হয় বৃষ্টি। গ্রাম থেকে এসএসসি ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে। পরে ঢাকায় ইডেন কলেজে ভর্তি হয়। গ্রামে পারিবারিক কবরস্থানে বৃষ্টির মরদেহ দাফন করা হবে।

সিআইডি ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গির হোসেন মাতুব্বর বলেন, গত ২৯ ফেব্রুয়ারি আগুনের ঘটনায় প্রাণ হারানো বৃষ্টি খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল তাঁর মা-বাবার সঙ্গে ডিএনএ নমুনা মিলে যায়। আজ অফিশিয়ালভাবে বৃষ্টির মরদেহ বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর দিন বার্ন ইনস্টিটিউটে এসে বৃষ্টি খাতুনের মরদেহ শনাক্ত করেছিলেন তাঁর বাবা সবুজ খান। তবে রমনা কালীমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করেন—মৃতের নাম অভিশ্রুতি শাস্ত্রী। সে নিয়মিত মন্দিরে আসত। তিনি রমনা থানায় লিখিতভাবে দাবি করেন—ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হোক। এরপর বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে মর্গ থেকে মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

তিনি আরও বলেন, গত রাতে রমনা কালীমন্দিরের সভাপতি উৎপল সাহা আবারও লিখিতভাবে আবেদন করেন, ‘আমার কোনো দাবি নাই। এটি ভুল বোঝার কারণে হয়েছে। মরদেহ প্রকৃত স্বজনদের কাছে হস্তান্তর করা হোক।’

আরও একটি মরদেহের বিষয়ে জাহাঙ্গির হোসেন বলেন, ‘নাজমুল নামে আরও একটি মরদেহ আছে। ডিএনএ নমুনা এখনো পুরোপুরি মিলে নাই। একটু সময় লাগবে।’

আরও পড়ুন—

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত