হোম > অপরাধ > ঢাকা

সাভারে ছুরিকাঘাতে আহত পটুয়াখালীর এসি (ল্যান্ড)

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন। তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একাধিক জখম রয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, আবু বকরের পিঠে, পেটে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আবু বকর সিদ্দিকী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী। বর্তমানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘আবু বকর সিদ্দিক নামের ওই ব্যক্তি সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে নামেন। এ সময় পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁর ওপর আক্রমণ করে এবং ছুরিকাঘাতে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে চলে যায়। এ সময় সড়কের অপর পাশ থেকে চিৎকার শুনে লোকজন দৌড়ে যেতে যেতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছিনতাইকারীরা কিশোর বয়সের। তাদের বয়স আনুমানিক ১৪ থেকে ১৮ হবে।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া এখন রোগী অপারেশন থিয়েটারে আছে। তাঁর অস্ত্রোপচার চলছে। প্রাথমিকভাবে জেনেছি, তাঁর শরীরে তিন-চারটি ছুরিকাঘাতের জখম রয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলে তাঁর শারীরিক অবস্থার কথা বলা যাবে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার