হোম > সারা দেশ > ঢাকা

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরের সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নূরীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে পল্লবী থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এস আই আল হেলাল প্রত্যেককে কারাগারে আটক রাখার প্রার্থনা জানান। অন্যদিকে আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৪ আগস্ট এই দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই দিন ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আইপি টিভি জয়যাত্রার প্রতিনিধি নিয়োগের নামে চাঁদাবাজি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে পল্লবী থানায় গত সোমবার একটি মামলা হয়। জয়যাত্রা টিভির ভোলা প্রতিনিধি আব্দুর রহমান তুহিন এই মামলা করেন। মামলায় হেলেনা জাহাঙ্গীর ছাড়াও জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন এবং কো-অর্ডিনেটর সানাউল্লাহ নূরীকে আসামি করা হয়।

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ