হোম > সারা দেশ > ঢাকা

সেই মন্দিরের ভাঙা সীমানা প্রাচীর নির্মাণ করে দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার রাধাকান্ত জিউর মন্দিরের ভেঙে ফেলা ‘বিরোধপূর্ণ’ সীমানা প্রাচীর নতুনভাবে নির্মাণ করে দেবে পুলিশ। পুলিশের পক্ষ থেকেই এ কাজের ব্যয় বহন করা হবে। স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ। 

গতকাল বিকেলে তিনি জানান, বিষয়টি নিয়ে ডিসি কার্যালয়ে মন্দির কমিটির লোকজনের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। যারা ওই সীমানাপ্রাচীর ভেঙেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুলিশ নিজ খরচে ওই প্রাচীর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলিশকে সহযোগিতা করবেন। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকনের ওই মন্দিরের পাশের জমিটি বিরোধপূর্ণ। ওই জমির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আদালত। আর প্রাচীর ভাঙার ঘটনায় মন্দির কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি যথাযথভাবে তদারকি করা হবে। 

এ বিষয়ে ওই মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগা গৌড় দাস আজকের পত্রিকাকে জানান, ডিসি কার্যালয়ের বৈঠকে হামলাকারীদের আসতে বলা হলেও তাদের পক্ষ থেকে কেউ আসেনি। এ ঘটনায় মন্দিরের পক্ষ থেকে করা মামলার তদন্ত তদারকি করা এবং ভেঙে ফেলা সীমানা প্রাচীর পুলিশের পক্ষ থেকে নতুনভাবে নির্মাণ করে দেওয়ার কথা বলা হয়েছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মন্দিরের পাশের একটি অংশের সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় মন্দিরের দুজন আহত হন। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট