হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। আজ বুধবার দুপুর পৌঁনে ১টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা ভিটিমরজাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত আবদুর রহমান নামে একজনের নাম পাওয়া গেছে।

হাইওয়ে পুলিশ জানান, ভৈরব থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ভিটিমরজাল এলাকায় আসলে ভৈরব গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন মোটরবাইকের থাকা দুই আরোহী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকার হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী যাওয়া পথে সাইফুল ইসলাম নামে একজন নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পথে একজন নিহত এবং বাকি দুজন আহত হন। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’ 

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার