হোম > সারা দেশ > ঢাকা

ডিএনএ নমুনা রাখার পর্যাপ্ত জায়গা নেই, স্থায়ী কার্যালয়ের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাত্র তিনটি রুম ভাড়া নিয়ে চলছে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম। বিভিন্ন মামলার আলামতসহ ডিএনএ ল্যাবে প্রতিদিন বিপুল পরিমাণ স্যাম্পল (নমুনা) জমা হচ্ছে, যা রাখার পর্যাপ্ত স্থান নেই। স্থায়ী কার্যালয়ের সংস্থান না হলে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম ব্যাহত হবে। 

আজ মঙ্গলবার ‘ডিএনএ ফরেনসিক সায়েন্স: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে এসব কথা জানান ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ এম পারভেজ রহিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলনকক্ষে ডিএনএ দিবস পালন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। 

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক তাঁদের কার্যক্রম পরিচালনার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্থানসংকট এবং জনবলসংকটের কারণে অধিদপ্তরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন ডিএনএ পরীক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। সীমিত লোকবল দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে এ বিষয়ে ভূমিমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানান। 

তিনি বলেন, ভাড়া করা ফ্লোরে কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অপরাধীকে ধরা–ছেড়ে দেওয়া ছাড়াও মানুষের অসুখবিসুখ নির্ণয় বা নির্মূলের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। দোষী ব্যক্তিকে শনাক্ত করা, মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া, মামলার প্রাথমিক পর্যায়ে থেকে বিচার প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে এবং বিচারোত্তর সত্য উদ্‌ঘাটনে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করছে। ডিএনএ ল্যাবরেটরিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে পরিণত করা হবে। 

সেমিনারে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক সচিব নাজমা মোবারেক। এতে আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনসহ ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা। 

বক্তারা বলেন, ১৯৮৬ সাল থেকে অপরাধ বিজ্ঞান ও অপরাধমূলক বিচারব্যবস্থায় ডিএনএ প্রযুক্তি বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট একটি যুগান্তকারী সংযোজন। এটি বিচারব্যবস্থাকে একটি নতুন যুগে উত্তরণ ঘটিয়েছে। হত্যা বা ধর্ষণের মতো সহিংস অপরাধ দমন, পিতৃত্ব-মাতৃত্ব নির্ণয়, মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার, কিডনি দাতা-গ্রহীতার সম্পর্ক নির্ণয়, প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়, নারী পাচার ও অবৈধ অভিবাসী প্রতিরোধে ডিএনএ পরীক্ষাসহ প্রবাসী শ্রমিকদের লাশ দেশে আনার ক্ষেত্রে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। দেশব্যাপী এই সুবিধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্ক্রিনিং সুবিধাসম্পন্ন আটটি বিভাগীয় শহরে আটটি মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন হয়েছে। যেখান থেকে স্ক্রিনিং করা আলামত পরবর্তী পরীক্ষার জন্য ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে পাঠানো হয়।

বাংলাদেশে ডিএনএ প্রযুক্তির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা লক্ষ্যে ২০১৮ সালে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড (ডিএনএ) আইন, ২০১৪ পাস করা হয় এবং ২০১৮ সালে ডিএনএ বিধিমালা, ২০১৮ পাস করা হয়েছে। ডিএনএ আইন ২০১৪–এর ২০ (১) ধারা বাস্তবায়নের লক্ষ্যে ২০২০ সালের ৯ আগস্ট ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়