হোম > সারা দেশ > ঢাকা

ভোটকেন্দ্রে বহিরাগত ব্যক্তিকে প্রবেশ করানোয় প্রত্যাহার র‍্যাব কর্মকর্তা 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালামপুর ভোটকেন্দ্রে বহিরাগত এক ব্যক্তিকে প্রবেশ করানোর দায়ে দায়িত্বপ্রাপ্ত র‍্যাব কর্মকর্তা জাহিদুল ইসলামকে নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার। আজ বুধবার সকাল ১০টার দিকে ধামরাইয়ের কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

প্রত্যাহার হওয়া র‍্যাব কর্মকর্তা জাহিদুল ইসলাম উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন। 

বহিরাগত ওই ব্যক্তির নাম জাহিদুর রহমান। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বাসিন্দা। গত বছরের ১১ নভেম্বর ধামরাইয়ের ১৫টি ইউনিয়নের নির্বাচনের সময় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বহিরাগত জাহিদুর রহমান নামে ওই ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার তাঁকে দেখে প্রশ্ন করেন, তিনি ওই এলাকার ভোটার কিনা? উত্তরে তিনি এখানকার ভোটার নন বলে জানান। পরে নির্বাচন কর্মকর্তা তাঁকে কেন্দ্র ত্যাগ করতে বললে র‍্যাবের ওই কর্মকর্তা এগিয়ে আসেন এবং বলেন, ‘ওই ব্যক্তি আমার সঙ্গে প্রবেশ করেছেন।’ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে ভোটকেন্দ্রে বহিরাগত কাউকে প্রবেশ করানোর কারণে নির্বাচন কর্মকর্তা তাঁর পদবি এবং নাম জেনে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। পরে র‍্যাবের ওই কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। 

এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, বিষয়টি র‍্যাব সদর দপ্তরে জানানো হয়েছে। র‍্যাবের ওই কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’