হোম > সারা দেশ > ঢাকা

বিগত নির্বাচনগুলোয় জনগণ নির্বাচন দেখেনি: যশোরে ইসি আহসান হাবিব 

যশোর প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, বিগত নির্বাচনগুলোয় বোমাবাজি খুনখারাবি ছাড়া জনগণ নির্বাচন দেখেনি। এখন ভোটের পরিবেশ নিয়ে কথা ওঠেনি। এমনকি হেরে যাওয়া প্রার্থীরাও ভোট গ্রহণ নিয়েও কোনো মন্তব্য করতে পারেনি।

আজ শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরে সকল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব খান বলেন, ‘যারা গলতান্ত্রিক মনা তারা ভোটের মাঠে আসছে। তারা আগে এসে ভোট দিয়ে যাচ্ছে। নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিচ্ছে। তাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠাতা করছে। ভোট কতটা কাস্ট হলো, এটা দিয়ে মানদণ্ড বিচার করা যায় না। যিনি বেশি ভোট পাচ্ছেন তিনিই বিজয়ী হচ্ছেন। 

মধ্যবর্তী নির্বাচনের জন্য নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি, আদৌ মধ্যবর্তী সময়ে ভোটের কোনো চিন্তা আছে কি না এমন প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব বলেন, ‘প্রতিটি জিনিস আইন ও বিধির আলোকে হয়। আইন বিধির আলোকেই নির্বাচন হবে। আইন বিধির বাইরে নির্বাচন কমিশন আগেও ছিলো না, ভবিষ্যৎও যাবে না। বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই এবং আমরা দেখছিও না। 

বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে শুরু হয় মতবিনিময় সভা। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ জেলা, উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসাররা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন