হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে শিশু ধর্ষণের পৃথক অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় পলাতক আসামি মো. রমজানকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। অন্য দিকে শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার র‍্যাব-২ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন ভুক্তভোগীর পরিবার। আসামি রমজানের সঙ্গে মামলার বাদী ও তাঁর পরিবারের পরিচয়ের সূত্র ধরে বাদীর বাসায় যাওয়া-আসা করতেন রমজান। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রমজান বাদীর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ১১ এপ্রিল মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থানার সিরাজনগর এলাকা থেকে রমজানকে গ্রেপ্তার করা হয়।

এ দিকে শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিয়াত উল্যাহ জানান, মঙ্গলবার সকালে তাঁকে বাসাবো থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শিশুটির মা কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করেন। শনিবার কাজের উদ্দেশে বের হলে একই এলাকার মো. ইউসুফ আলী পাটোয়ারী চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি বন্ধ কারখানার তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করেন। পরে বাসায় ফিরে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু