হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে শিশু ধর্ষণের পৃথক অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় পলাতক আসামি মো. রমজানকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। অন্য দিকে শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার র‍্যাব-২ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন ভুক্তভোগীর পরিবার। আসামি রমজানের সঙ্গে মামলার বাদী ও তাঁর পরিবারের পরিচয়ের সূত্র ধরে বাদীর বাসায় যাওয়া-আসা করতেন রমজান। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রমজান বাদীর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ১১ এপ্রিল মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থানার সিরাজনগর এলাকা থেকে রমজানকে গ্রেপ্তার করা হয়।

এ দিকে শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিয়াত উল্যাহ জানান, মঙ্গলবার সকালে তাঁকে বাসাবো থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শিশুটির মা কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করেন। শনিবার কাজের উদ্দেশে বের হলে একই এলাকার মো. ইউসুফ আলী পাটোয়ারী চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি বন্ধ কারখানার তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করেন। পরে বাসায় ফিরে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন