হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে শিশু ধর্ষণের পৃথক অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় পলাতক আসামি মো. রমজানকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। অন্য দিকে শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার র‍্যাব-২ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন ভুক্তভোগীর পরিবার। আসামি রমজানের সঙ্গে মামলার বাদী ও তাঁর পরিবারের পরিচয়ের সূত্র ধরে বাদীর বাসায় যাওয়া-আসা করতেন রমজান। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রমজান বাদীর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ১১ এপ্রিল মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থানার সিরাজনগর এলাকা থেকে রমজানকে গ্রেপ্তার করা হয়।

এ দিকে শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিয়াত উল্যাহ জানান, মঙ্গলবার সকালে তাঁকে বাসাবো থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শিশুটির মা কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করেন। শনিবার কাজের উদ্দেশে বের হলে একই এলাকার মো. ইউসুফ আলী পাটোয়ারী চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি বন্ধ কারখানার তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করেন। পরে বাসায় ফিরে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ