ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার কোরবানির পশুর প্রায় ১০ হাজার টন বর্জ্য ১২ ঘণ্টায় অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজকে আমাদের টার্গেট ১০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করব। এর জন্য ৬০০ গাড়ি ও ১০ হাজার কর্মী কাজ করছে।’
আজ রোববার ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডে (মিরপুর, রূপনগর) পশু বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে মেয়র এসব কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডে নির্দিষ্ট স্থানে পশু জবাই দেওয়াতে দুপুরের মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই মডেল আগামী দিনে অন্যান্য ওয়ার্ডেও ছড়িয়ে দিতে হবে। এর জন্য এলাকাবাসীর ইচ্ছে থাকতে হবে। ৭ নম্বর ওয়ার্ডবাসী আমাকে যেভাবে সহযোগিতা করেছে, তাদের জন্য বিশেষ বরাদ্দ দেব।’
বর্জ্য অপসারণে চেষ্টার ত্রুটি নেই জানিয়ে ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে দুপুর ২টা থেকে ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করব। আমরা পশু কোরবানি দেব, কিন্তু পশুর বর্জ্য রাস্তায় থাকবে না।’