হোম > সারা দেশ > টাঙ্গাইল

তাহাজ্জুদ পড়ার কথা বলে বেরিয়ে পরদিন রাতে লাশ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামের ধানখেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ওমর আলী (৪৫)। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে মধুপুর থানার আওতাধীন এলাকা থেকে আলোকদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে। 

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে মধুপুর থানায় ফোনে জানানো হয়, ওমর আলী নামের এক ব্যক্তি আত্মহত্যা করবেন জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ফোন করেছেন। পরে মধুপুর থানা নিকটস্থ আলোকদিয়া পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানায়। 

ওমর আলী হলুদিয়া গ্রামের মৃত আইন উদ্দিন ওরফে আনু সুতারের ছেলে। তিনি পেশায় আনারস ব্যবসায়ী ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজহার। 

মো. আজহার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে ঢাকা থেকে মধুপুর থানায় জানানো হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ওমর আলী নামের এক ব্যক্তি ফোন করে জানান বিষপানে তিনি আত্মহত্যা করবেন। এই সংবাদ পেয়েই আমরা ওমর আলীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর নম্বর থেকে ওমর আলীর সঙ্গে যোগাযোগ করি। তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কয়েক মিনিট পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ভোর পর্যন্ত চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।’ 

এ বিষয়ে ওমর আলীর স্ত্রী বুলবুলি বেগম বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আমার স্বামী মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে বেড়িয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ এসে তাঁর সন্ধান করেন। অল্পক্ষণের মধ্যে তাঁর ফোন বন্ধ পেয়ে আমি, আমার সন্তান এবং প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করি। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রায় এক কিলোমিটার দূরে ধানখেতে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।’ 

ওমর আলীর সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল কিনা—এ বিষয়ে জানতে চাইলে বুলবুলি বেগম বলেন, মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে ওমর আলীর আচরণ স্বাভাবিক ছিল। 

মো. আজহার আলী আরও জানান, আজ বুধবার রাতে হলুদিয়া গ্রামের এক ধানখেতে ওমর আলীর লাশ পাওয়া যায়। তাঁর মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার