হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীকে গলা কেটে হত্যার পর শ্বশুরকে ফোন: সেই স্বামীকে গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

আমিনুল ইসলাম। ছবি: সংগ্রহীত

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আমিনুল ইসলাম খোকনকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাব-১ ও র‍্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে সিলেট থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আমিনুল ইসলাম খোকন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ঝিগাতলা মাইজহাটি গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে। তিনি ও নিহত স্ত্রী নাদিরা বেগম (৩১) শ্রীপুরের মাওনা কপাটিয়াপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, ২৪ এপ্রিল শ্রীপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এরপর র‍্যাব-১ এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় আজ (শনিবার) দুপুরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসামিকে সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামুন খান চিশতী আরও বলেন, প্রাথমিকভাবে স্ত্রীকে জবাই করে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন আসামি আমিনুল ইসলাম।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে র‍্যাব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গাজীপুরের শ্রীপুরের কপাটিয়াপাড়া গ্রামে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার পর লাশ ঘরের মেঝেতে রেখে শ্বশুরকে ফোন করে জানান স্বামী।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক