হোম > সারা দেশ > টাঙ্গাইল

সিঁধ কেটে ঘরে ঢুকে অটোচালককে হত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে আলম মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন। 

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, আলম উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। স্ত্রী জহুরা বেগম একমাত্র সন্তানকে (মেয়ে) নিয়ে তাঁর বাবার বাড়িতে রয়েছেন। গতকাল রাতে আলম ঘরে একা ঘুমিয়ে পড়েন। 

আলমের ভাতিজি রিমা আক্তার জানান, গতকাল মধ্যরাতের দিকে তিনি তাঁর চাচা আলমের ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। শব্দ শুনে ভয় পেয়ে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি তাঁর মাকে জানান। পরে তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে চাচার ঘরে সামনে গিয়ে ডাকাডাকি করেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। তাঁর চাচা বিছানায় পড়ে আছেন। গলা থেকে রক্ত ঝরছে। রক্তে বিছানার চাদর ভিজে গেছে। 

রিমা আরও জানান, শ্বাসনালি কেটে ফেলায় গলা থেকে অস্বাভাবিক শব্দ বের হচ্ছিল আলমের। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন আসার কিছুক্ষণ পর মারা যান আলম। তাঁরা একপাশে সিঁধ কাটা দেখতে পান। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে এসে লাশ নিয়ে যায়। এভাবে সিঁধ কেটে ঘরে ঢুকে কে বা কারা, কী কারণে আলমকে হত্যা করেছে সে বিষয়ে পরিবারের লোকজন কিছুই বলতে পারেননি। 

ওসি লোকমান বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রহস্য উদ্‌ঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট