হোম > সারা দেশ > ঢাকা

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জোবাইদা রহমান। ফাইল ছবি

সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত রাখার ধারাবাহিকতায় আবার ধানমন্ডির সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের আশ্রয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরভি’ পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। আজ মঙ্গলবার দুপুরে তিনি সুরভি প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানটির শিশু-কিশোররা তাঁকে প্রাণভরে স্বাগত জানায়।

ডা. জোবাইদা রহমান গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই শিশুদের উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। এই পরিদর্শন ছিল ডা. জুবাইদা রহমানের জন্য অনেকটা আবেগময়। কারণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নত জীবন নিশ্চিত করার উদ্দেশ্যে ১৯৭৯ সালে সুরভি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানু।

এরপর জোবাইদা রহমান সুরভির ক্লাসরুম পরিদর্শন করেন ও ছাত্রছাত্রীদের সঙ্গে নিবিড়ভাবে কথা বলেন। তিনি তাদের সঙ্গে নানা গল্প-গুজব করেন ও সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহেরসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে ৬ মে দেশে ফেরার পরপরই তিনি সুরভি পরিদর্শন করেন। সেবারও শিশুদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়েছিলেন তিনি।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ