হোম > সারা দেশ > ঢাকা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় আন্তর্জাতিক পানীয় ব্র্যান্ড কোকাকোলাবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের জামগড়ার নিকটে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাজমুল মোল্লা (২৮) পাবনা জেলার বেড়া থানার হাতীগাড়া গ্রামের মো. শাহীন মোল্লার ছেলে। তিনি জামগড়া এলাকায় মমিনের বাড়িতে ভাড়ায় থেকে ব্যাটারির ব্যবসা করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে নাজমুল মোল্লা জামগড়া থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কোকাকোলাভর্তি ট্রাক নাজমুলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাকে কোকাকোলার বোতল দেখা গেলেও এটি আসলে কোন কোম্পানির মালিকানাধীন গাড়ি তা জানা যায়নি। 

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। মরদেহের ব্যাপারে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট