হোম > সারা দেশ > ঢাকা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় আন্তর্জাতিক পানীয় ব্র্যান্ড কোকাকোলাবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের জামগড়ার নিকটে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাজমুল মোল্লা (২৮) পাবনা জেলার বেড়া থানার হাতীগাড়া গ্রামের মো. শাহীন মোল্লার ছেলে। তিনি জামগড়া এলাকায় মমিনের বাড়িতে ভাড়ায় থেকে ব্যাটারির ব্যবসা করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে নাজমুল মোল্লা জামগড়া থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কোকাকোলাভর্তি ট্রাক নাজমুলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাকে কোকাকোলার বোতল দেখা গেলেও এটি আসলে কোন কোম্পানির মালিকানাধীন গাড়ি তা জানা যায়নি। 

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। মরদেহের ব্যাপারে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব