হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সংসদ সদস্য মমতাজের মা আর নেই

মানিকগঞ্জ প্রতিনিধি

লিভারজনিত অসুস্থতায় মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী সজল হোসেন বলেন, কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম দীর্ঘদিন লিভারজনিত রোগে ভুগছিলেন। ১৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ওই দিনই তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁর অবস্থার আরও অবনতি হলে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ আসর সিঙ্গাইর উপজেলার জয়মন্টব এলাকায় বাউল কমপ্লেক্স প্রাঙ্গণে প্রয়াত স্বামী মধু বয়াতির পাশেই তাঁকে দাফন করা হবে।

এদিকে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু