হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সংসদ সদস্য মমতাজের মা আর নেই

মানিকগঞ্জ প্রতিনিধি

লিভারজনিত অসুস্থতায় মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী সজল হোসেন বলেন, কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম দীর্ঘদিন লিভারজনিত রোগে ভুগছিলেন। ১৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ওই দিনই তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁর অবস্থার আরও অবনতি হলে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ আসর সিঙ্গাইর উপজেলার জয়মন্টব এলাকায় বাউল কমপ্লেক্স প্রাঙ্গণে প্রয়াত স্বামী মধু বয়াতির পাশেই তাঁকে দাফন করা হবে।

এদিকে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট