হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর রামপুরার বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রিয়া মনি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ২টার দিকে রামপুরার নতুনবাগ ২ নম্বর লোহারগেট এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা গলায় ফাঁস দিয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নগর গ্রামের রিপন মিয়া ও আমেনা বেগম দম্পতির মেয়ে রিয়া। ঢাকার সাভারে তার খালার বাসায় থাকত। 

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা আজকের পত্রিকাকে বলেন, ঢাকার সাভারে খালার বাসায় থাকত মেয়েটি। পেশায় তেমন কিছুই করত না। রামপুরার ওই বাসায় রিয়ার বাবা ও সৎমা থাকতেন।

তিনি আরও বলেন, ঈদের পরদিন রিয়ার বাবা সাভার থেকে রামপুরার বাসায় নিয়ে আসেন রিয়াকে। রিয়ার বাবা ও সৎমা দুজনই চাকরি করেন। শুক্রবার সকালে তাঁরা রিয়াকে বাসায় রেখে কাজে চলে যান। বেলা ১টার দিকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেখতে পান। ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং ভেতরে ঢুকে রিয়াকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হয়। দুপুরে ওই বাসায় গিয়ে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা হচ্ছে রিয়া ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে  আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে আরও তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন