হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর রামপুরার বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রিয়া মনি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ২টার দিকে রামপুরার নতুনবাগ ২ নম্বর লোহারগেট এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা গলায় ফাঁস দিয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নগর গ্রামের রিপন মিয়া ও আমেনা বেগম দম্পতির মেয়ে রিয়া। ঢাকার সাভারে তার খালার বাসায় থাকত। 

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা আজকের পত্রিকাকে বলেন, ঢাকার সাভারে খালার বাসায় থাকত মেয়েটি। পেশায় তেমন কিছুই করত না। রামপুরার ওই বাসায় রিয়ার বাবা ও সৎমা থাকতেন।

তিনি আরও বলেন, ঈদের পরদিন রিয়ার বাবা সাভার থেকে রামপুরার বাসায় নিয়ে আসেন রিয়াকে। রিয়ার বাবা ও সৎমা দুজনই চাকরি করেন। শুক্রবার সকালে তাঁরা রিয়াকে বাসায় রেখে কাজে চলে যান। বেলা ১টার দিকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেখতে পান। ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং ভেতরে ঢুকে রিয়াকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হয়। দুপুরে ওই বাসায় গিয়ে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা হচ্ছে রিয়া ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে  আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে আরও তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু