হোম > সারা দেশ > ঢাকা

বাবার কবর মেরামত করতে গিয়ে হামলার শিকার আইনজীবী 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর বাবার কবর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন কল্পনা আক্তার (৩২) নামের এক আইনজীবী। এ ঘটনায় কল্পনা আক্তারের মা সখিনা বেগম (৫০) বাদী হয়ে গত শুক্রবার বিকেলে কালিয়াকৈর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন। 

অভিযুক্তরা হলেন—বরাব গ্রামের মৃত আনছার আলীর ছেলে দুলাল হোসেন দুলু, তাঁর স্ত্রী আছিয়া বেগম ও ছেলে নাজমুল হাসান রাজুসহ রফিকুল ইসলাম ও মরিয়ম বেগম। 

অভিযোগে জানা গেছে, উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে কল্পনা আক্তার একজন আইনজীবী। তিনি বর্তমানে পরিবার নিয়ে উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। গত শুক্রবার দুপুরে কল্পনা আক্তার তাঁর নিজ গ্রাম বরাব এলাকায় বাবার বাড়িতে মৃত বাবার কবর পরিষ্কার ও মেরামত করতে। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে কল্পনা আক্তার ও তাঁর মা সখিনা বেগমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে কল্পনা আক্তারের মাথায় আঘাত পেলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

বাদী সখিনা বেগম বলেন, ‘আমার স্বামী রেজাউল করিম মারা গেছেন। তাঁর রেখে যাওয়া সম্পদ আমার মেয়েদের দিয়ে গেছে। কিন্তু আমার নিকট আত্মীয়রা এসব সম্পদ দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন। সেই সূত্র ধরেই আমার মেয়ে কল্পনা ও আমার ওপর হামলা চালিয়েছেন।’ 

এদিকে অভিযোগের বাদী ভুক্তভোগী সখিনা বেগমের দেওয়া অভিযোগের বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান সখিনা বেগম। 

কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দায়ের করা অভিযোগটির তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলমান। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ